গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
উপজেলা সমবায় কার্যালয়
গাইবান্ধা সদর, গাইবান্ধা।
সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার)
ত্রৈমাসঃ(অক্টোবর-ডিসেম্বর)/২৪
০১) ভিশন ও মিশন
ক) রুপকল্পঃ
টেকসই সমবায়, টেকসই উন্নয়ন।
খ) অভিলক্ষ্যঃ
সমবায়ীদের সক্ষমতা বৃদ্ধি এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কৃষি, অকৃষি, উৎপাদনমূখী, আর্থিক ও সেবা খাতে টেকসই সমবায় গড়ে তোলা।
০২) প্রতিশ্রুতি সেবাসমূহ
২.১) নাগরিক সেবাঃ
ক্রঃ নং |
সেবার নাম |
সেবা প্রদানের সর্বোচ্চ সময় |
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রয়োজনীয় কাগজপত্র/আবেদন ফরম প্রাপ্তির স্থান |
সেবা মূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে) |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবী, অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল |
ঊর্ধ্বতন কর্মকর্তার পদবী, অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল |
০১ |
০২ |
০৩ |
০৪ |
০৫ |
০৬ |
০৭ |
০৮ |
০১। |
অভিযোগ প্র্রতিকার |
আবেদন প্রাপ্তীর ০৭ কর্মদিবসের মধ্যে |
১। সাদা কাগজে অভিযোগের বিবরণীসহ অভিযোগ। ২। অভিযোগের স্ব-পক্ষে কাগজপত্র। |
১। সাদা কাগজে আবেদন ২। উপজেলা সমবায় কার্যালয়, গাইবান্ধা সদর, গাইবান্ধা। ৩। অনলাইনে অভিযোগ প্রতিকার ব্যবস্থার ওয়েব সাইটঃ http://www.grs.gov.bd/ |
বিনামূল্যে |
উপজেলা সমবায় কার্যালয়, গাইবান্ধা সদর, গাইবান্ধা ফোনঃ ০২৫৮৯৯৮০৫২৪ ucogaibandhasadar1@gmail.com |
জেলা সমবায় অফিসার গাইবান্ধা ০২৫৮৯৯৮০১০৫ dco_gaibandha@yahoo.com |
০২। |
সরকারী দলিল পরিদর্শন |
আবেদন প্রাপ্তীর ০৭ কর্মদিবসের মধ্যে |
১। সাদা কগজে আবেদন। ২। ১০০/- টাকার কোর্ট ফি। |
১। উপজেলা সমবায় কার্যালয়, গাইবান্ধা সদর, গাইবান্ধা। ২। সরকারী লাইসেন্স প্রাপ্ত ষ্ট্যাম্প ভেন্ডার।
|
প্রতিবার পরিদর্শনের জন্য ১০০/- টাকার কোর্ট ফি |
উপজেলা সমবায় কার্যালয়, গাইবান্ধা সদর, গাইবান্ধা ফোনঃ ০২৫৮৯৯৮০৫২৪ ucogaibandhasadar1@gmail.com |
জেলা সমবায় অফিসার গাইবান্ধা ০২৫৮৯৯৮০১০৫ dco_gaibandha@yahoo.com |
০৩। |
ভ্রাম্যমাণ প্রশিক্ষণ আয়োজন |
০১ দিন |
০১। আবেদন |
০১। উপজেলা সমবায় কার্যালয়, গাইবান্ধা সদর, গাইবান্ধা ০২। জেলা সমবায় কার্যালয় গাইবান্ধা |
বিনামূল্যে |
গাইবান্ধা সদর, গাইবান্ধা ফোনঃ ০২৫৮৯৯৮০৫২৪ ucogaibandhasadar1@gmail.com |
জেলা সমবায় অফিসার গাইবান্ধা ০২৫৮৯৯৮০১০৫ dco_gaibandha@yahoo.com |
০৪। |
আই.জি.এ প্রশিক্ষণে সহযোগিতা প্রদান |
০৫ দিন |
০১। আবেদন |
০১। উপজেলা সমবায় কার্যালয়, গাইবান্ধা সদর, গাইবান্ধা ০২। জেলা সমবায় কার্যালয় গাইবান্ধা |
বিনামূল্যে |
গাইবান্ধা সদর, গাইবান্ধা ফোনঃ ০২৫৮৯৯৮০৫২৪ ucogaibandhasadar1@gmail.com |
জেলা সমবায় অফিসার গাইবান্ধা ০২৫৮৯৯৮০১০৫ dco_gaibandha@yahoo.com |
০৫। |
বাংলাদেশ সমবায় একাডেমী ও আঞ্চলিক সমবায় শিক্ষায়তনে প্রশিক্ষণার্থী প্রেরণ |
৫-১৫ দিন |
০১। আবেদন |
০১। উপজেলা সমবায় কার্যালয়, গাইবান্ধা সদর, গাইবান্ধা ০২। জেলা সমবায় কার্যালয় গাইবান্ধা |
বিনামূল্যে |
গাইবান্ধা সদর, গাইবান্ধা ফোনঃ ০২৫৮৯৯৮০৫২৪ ucogaibandhasadar1@gmail.com |
জেলা সমবায় অফিসার গাইবান্ধা ০২৫৮৯৯৮০১০৫ dco_gaibandha@yahoo.com |
০৬। |
তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী তথ্য প্রদান |
অনধিক ২০ (বিশ) কার্য দিবসের মধ্যে |
তথ্য অধিকার আইন, ২০০৯ এ উল্লেখিত নির্ধারিত ফরমে/ফরমেট এ আবেদন |
০১। তথ্য অধিকার আইন ২০০৯ এ উল্লিখিত নির্ধারিত ফরমে/ফরমেট এ আবেদন করতে হবে। ০২। প্রাপ্তী স্থানঃ (ক) তথ্য কমিশনের ওয়েবসাইট www.infocom.gov.bd |
(১) তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী পাতা প্রতি ০২। (দুই) টাকা অথবা প্রকৃত খরচ ট্রেজারী চালানের মাধ্যমে জমা করতে হবে; (২) সিডি বা অন্য কোন মাধ্যমে তথ্য সরবরাহের ক্ষেত্রে প্রকৃত মূল্য জমা দিতে হবে; এবং (৩) ট্রেজারি চালানের কোড নং-১-৩৩০১-০০০১-১৮০৭ |
মোছাঃ আংগুরা খাতুন আখি, সহকারী পরিদর্শক, ফোনঃ ০২৫৮৯৯৮০৫২৪ ucogaibandhasadar1@gmail.com |
জেলা সমবায় অফিসার গাইবান্ধা ০২৫৮৯৯৮০১০৫ dco_gaibandha@yahoo.com |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস