Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন সমূহ

উপজেলা সমবায় কার্যালয়,গাইবান্ধা সদর সমবায় সমিতির গঠনের পাশাপাশি সমবায় সমিতি পরিদর্শন,সমিতি নিরীক্ষাকরণ,অডিট ফি ও সিডিএফ আদায় এবং সমবায় সমিতির সদস্যদের সমিতি ব্যবস্থাপনা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করে থাকে। গাইবান্ধা সদর উপজেলায় ২০২০-২১ অর্থ বছরে শতভাগ সমবায় সমিতির নিরীক্ষা সম্পাদন করা হয়েছে। লক্ষ্যমাত্রা মোতাবেক সমবায় সমিতি পরিদর্শন করা হয়েছে। সমবায় সমিতির নিরীক্ষা ফি(সরকারী রাজস্ব) সমবায় উন্নয়ন তহবিল ১০০% আদায় করা হয়েছে। জেলার ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিট কর্তৃক সমবায়ীদের শতভাগ ভ্রাম্যমাণ প্রশিক্ষণ দেয়া হয়েছে। লক্ষ্যমাত্রা মোতাবেক সমবায় বিভাগের কর্মকর্তা/কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষনে প্রেরণ করা হয়। এছাড়া সমবায় সমিতির সদস্যদের বিভিন্ন ট্রেডে( কম্পিউটার বেসিক,সেলাই প্রশিক্ষণ,মাশরুম চাষ,মোবাইল সার্ভিসিং,মৌমাছি চাষ,মৎস্য চাষ,হাসমুরগী পালন, গরুমোটাতাজাকরণ , ফ্যাশন ডিজাইন ও ব্লক বাটিক) প্রশিক্ষণ প্রদান করা হয়। লক্ষ্যমাত্রা মোতাবেক আশ্রয়ন প্রকল্প সমূহের ঋণ আদায় করা সহ নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। দাপ্তরিক কাজের গতিশীলতা আনয়নের জন্য ই-মেইলে তথ্য আদান প্রদান করা হচ্ছে। জেলার ওয়েবপোর্টাল হালনাগাদ করা হয়েছে। ফলে যে কোন নাগরিক সরাসরি অনলাইনে আমাদের সেবা গ্রহণ করতে পারছে বা কোন তথ্য জানতে পারছে।